• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১১:৩২ অপরাহ্ন

নড়াইলে ৩টি প্রতিষ্ঠানে মাস্ক প্রদান করল সাউথ বাংলা কম্পিউটারস


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২১, ৬:৩০ অপরাহ্ন / ১৩০
নড়াইলে ৩টি প্রতিষ্ঠানে মাস্ক প্রদান করল সাউথ বাংলা কম্পিউটারস

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ করোনা ভাইরাস প্রতিরোধে নড়াইলে মাস্ক প্রদান করেছে সাউথ বাংলা কম্পিউটারস। নড়াইল প্রেসক্লাব, নড়াইল পৌরসভা এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে ৪ হাজার মাক্স প্রদান করে তারা। শুক্রবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে মাস্ক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ বাংলা কম্পিউটারসের খুলনা বিভাগীয় আঞ্চলিক ম্যানেজার হীরা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোলাম মোর্ত্তজা স্বপন, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ইসমত আরা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সহ-সভাপতি সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, এম মুনীর চৌধুরী, সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক কার্ত্তিক দাস, সুলতান মাহমুদ প্রমুখ।