মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ নড়াইলে আলাদা সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এর মধ্যে সোমবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে নতুন বাস টার্মিনাল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মিলন বিশ্বাস (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মিলন ট্রাক শ্রমিক ইউনিয়নের টাকা তোলার সময় তাকে মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন। নড়াইল সদর হাসপাতাল থেকে যশোর নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিলন ভাদুলিডাঙ্গা এলাকার দিনবন্ধু বিশ্বাসের ছেলে।
এদিকে নড়াইল পৌরসভার বরাশুলা এলাকার তূর্য খান (৩৮) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫ জুলাই) সকালে মারা গেছেন। তিন দিন আগে সে যশোরের ভাঙ্গুড়া বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিল।তূর্য বরাশুলা গ্রামেী জাফর খানের ছেলে।
আপনার মতামত লিখুন :