• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৪:০১ পূর্বাহ্ন

নড়াইলে ভ্রাম্যমান আদালতে জরিমানা : নড়াগাতীতে ৬ জন কথিত ম্যাগনেট ব্যবসায়ী আটক


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২২, ৫:৫৮ অপরাহ্ন / ৩১১
নড়াইলে ভ্রাম্যমান আদালতে জরিমানা : নড়াগাতীতে ৬ জন কথিত ম্যাগনেট ব্যবসায়ী আটক

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইলঃ নড়াইলে নড়াগাতীতে ৬ জন কথিত ম্যাগনেট ব্যবসায়ীকে আটক করেছে নড়াগাতী থানা পুলিশ।

২৭ জুলাই দিনগত রাত ১ টার দিকে দক্ষিন যোগানীয়া কামরুলের বাড়ী থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো খুলনা জেলার ফুলবাড়ীগেট এলাকার আকবার সরদারের ছেলে মাজাহার সরদার (৪৫), দৌলতপুর জেলার দেয়ানা এলাকার মৃত আঃ রবের ছেলে আঃ রহিম (৪০), একই এলাকার মৃত শামছুর রহমানের ছেলে আনিচুর রহমান (৬৫), নড়াগাতী থানার দক্ষিন যোগানীয়া গ্রামের অকু শেখের ছেলে কামরুল ইসলাম (৪২), একই গ্রামের জিকু শেখের ছেলে মাহাবুর শেখ (৫২) ও গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার কুশালী গ্রামের দিদার শিকদারের ছেলে ফয়েজ শিকদার (৩২)। ভূগর্ভস্থ ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর পিলার ওঠানোর জন্য তারা কবিরাজসহ ওই বাড়ীতে জড়ো হয়েছিল বলে জানা যায়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কামরুলের বাড়ীতে কিছু অপরিচিত লোক অবস্থান করছে। তারই ধারাবাহিকতায় ওসি নড়াগাতীর নির্দেশনায় এস আই মকবুলের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়ী থেকে তাদের আটক করে ২৮ জুলাই (বৃস্পতিবার) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলামের আদালতে হাজির করলে বাংলাদেশ দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় দোষী সাব্যস্থ করে প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমান করেন।