মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ নড়াইলে প্রতিনিয়ত গোয়েন্দা পুলিশের হাতে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক হলেও মাদকে ছয়লাব নড়াইল। নড়াইল গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক।(২৬জানুয়ারি) বুধবার সকালে পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর নির্দেশনায় গোয়েন্দা পুলিশ (ডিবি’র) মাদক বিরোধী অভিযানে পুলিশ পরিদর্শক (ওসি) ডিবি’র শিমুল কুমার দাস এর তত্ত্বাবধানে এসআই দেবব্রত চিন্তাপাত্র সঙ্গীয় অফিসার ও ফোর্স এএসআই মোঃসেলিম মুন্সী,এএসআই মোঃ সোহরাব হোসেন,কনস্টেবল আশরাফুজ্জামান ও তারেক সহ ভওয়াখালী বিশ্বাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী মোঃসাইদুর রহমান (ছোট্ট) (৫০),পিতা- মৃত হোসেন মোল্লা,গ্রাম-ডুমুরতলা,থানা ও জেলা- নড়াইল সদর কে গ্রেফতার করেন এবং তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে রাখা পলিথিন দিয়ে মোড়ানো ৫০০ (পাচঁশত) গ্রাম মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করেন।মাদক ব্যবসায়ীকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে,আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু চলমান।নড়াইল জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত আছে।এদিকে,সুশিল সমাজ জানান,নড়াইলে প্রতিনিয়ত গোয়েন্দা পুলিশের হাতে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক হলেও মাদকে কেন ছয়লাব নড়াইল।নড়াইল জেলা পুলিশের হাতে প্রতিনিয়তই বিপুল পরিমান মাদক সহ আটক হচ্ছে মাদক ব্যবসায়ীগণ কিন্তু থেমে নেই মাদকের লেলিহান,কোথা থেকে আসছে এ মাদক।অন্নান্য জেলার নেয় নড়াইলেও মাদক ব্যবসায়ীদের বাড়ি বাড়ি চিন্হীত করে দেয়া হোক যে এটা মাদক ব্যবসায়ীর বাড়ি বলেও জানান।
আপনার মতামত লিখুন :