• ঢাকা
  • বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:৩২ পূর্বাহ্ন

নড়াইলে নদীতে ডুবে শিশুর মৃত্যু


প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২০, ৯:১০ অপরাহ্ন / ১৯১
নড়াইলে নদীতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইলঃ নড়াইলের কালিয়া বাজার এলাকায় নবগঙ্গা নদীতে ডুবে কালু মোল্যা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। কালু কালিয়া পৌর এলাকার ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা রকিব মোল্যার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে যায় কালু। তবে দীর্ঘ সময় পরেও বাড়িতে না ফেরায় তাকে খোঁজ করেন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে নবগঙ্গা নদীর স্লুইচগেট খালের মুখে শিশুটি ভেসে উঠে।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবারে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। #