• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪২ অপরাহ্ন

নড়াইলের লোহাগড়ায় নদী প্রতিরক্ষা বাঁধ ও স্কুল ভবনসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন


প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২২, ৬:৪২ অপরাহ্ন / ৬৬
নড়াইলের লোহাগড়ায় নদী প্রতিরক্ষা বাঁধ ও স্কুল ভবনসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ নড়াইলের লোহাগড়া উপজেলার শিয়রবর এলাকায় ভাঙন কবলিত মধুমতি নদীর তীরে স্থায়ী প্রতিরক্ষা বাঁধসহ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবন, দু’টি প্রাথমিক বিদ্যালয় ভবন ছাড়াও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন হয়েছে।

আজিজ-আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ আশরাফ আলীর সভাপতিত্বে সোমবার দুপুরে এ সব উন্নয়ন কাজের উদ্বোধন করেন সিনিয়র সচিব (অব:) স্যোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুস সামাদ।

প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়াল বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অরুনাভ রায়, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, খুলনাস্থ গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার গাজী মিজানুর রহমান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অতিরিক্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাক্তার রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সৈয়দ শামসুল আলম কচি, খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মমতাজ শিরীন ময়না, বীর মুক্তিযোদ্ধা এম এম গোলাম কবির, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সহ-সভাপতি ফয়জুল হক রোম, ডক্টর শাহনেওয়াজ, সোনালী দিন পত্রিকার সম্পাদক এইচ এম সিরাজ, কবি এস এম হুসাইন বিল্লাহ, আজিজ-আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক ইমদাদ আলী, বিদ্যালয়ের জমিদাতা ইসমাইল হোসেন জাহিদসহ অনেকে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ৪ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে আজিজ-আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবন ও কবি আব্দুস সামাদ ফারুক শিক্ষক মিলনায়তন উদ্বোধন করা হয়েছে। এছাড়া প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে শিয়রবর বাজার এলাকায় মধুমতি নদীর তীরে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ সম্পন্ন হয়েছে। এতে ঐহিত্যবাহী শিয়রবর বাজার, একটি মাধ্যমিক বিদ্যালয়, দু’টি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মসজিদসহ অনেক বাড়িঘর নদীভাঙন থেকে রক্ষা পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড কাজটি বাস্তবায়ন করেছে।

এদিকে, সৈয়দ আশরাফ আলীর নিজস্ব অর্থায়নে ২৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ‘সৈয়দ আশরাফ আলী ফ্রি চিকিৎসা ভবন’, শিয়রবর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’টি টিনশেড উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয় দু’টিতে ২৬ লাখ টাকা করে ব্যয় হয়েছে। অন্যদিকে, কবি সৈয়দ আশরাফ আলী সড়ক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
এছাড়া বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ডাক্তার গাজী মিজানুর রহমানসহ চিকিৎসকবৃন্দ।