মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইলঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শান্তি অধিকারী নড়াগাতী থানায় অজ্ঞাতনামা অভিযুক্তদের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। ২২ আগষ্ট (রোববার) রাতে এ ঘটনা ঘটেছে বলে কলেজ কর্তৃপক্ষ জানান।
কলেজ সুত্রে জানা যায়, বর্তমানে কলেজে এইচ,এস,সি পরীক্ষার্থীদের ফরম পূরন চলছে। চোরচক্র হয়ত চিন্তা করেছে ফরম ফ্লাপের টাকা কলেজ আলমারীতে থাকতে পারে। সেই লোভে তারা গভীর রাতে কলেজ গেইটের তালা ভেঙ্গে অধ্যক্ষের রুমসহ প্রত্যেকটি রুমের মোট ৮ টি ষ্টীলের আলমারী ভেঙ্গে তচনছ করে। কলেজ অধ্যক্ষ দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের স্বস্ব আলমারী চেক করতে বললে, অফিস সহকারী কাম হিসাব সহকারী সুবাস বাবু জানান ফরমের ১০/১৫ হাজার টাকা আলমারীতে ছিল, সেটা চুরি হয়েছে। এ ছাড়া সকল আলমারীর কাগজপত্র রক্ষিত আছে।
এ বিষয়ে মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক অজ্ঞাতনামা দুস্কৃতিকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।