মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ নড়াইলের নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রাম এলাকা থেকে ১৯ পিচ ইয়াবাসহ ইমরান মোল্যা (৩২) নামে এক যুবককে আটক করেছে নড়াগাতী থানা পুলিশ। গতকাল রোববার রাত ৯ তাকে আটক করা হয় এবং ৬ জুন (সোমবার) তার বিরুদ্ধে মামলা রুজু হয়। মামলা নং-৪। আটক ইমরান ওই গ্রামের তৈয়ব মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ওসি নড়াগাতীর নির্দেশনায় এ এস আই জাহাঙ্গীর হোসাইন এর নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটকপূর্বক থানার নিয়ে আসে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আপনার মতামত লিখুন :