
মোঃ হাচিবুর রহমান,নড়াইলঃ নড়াইলের নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে রবিবার প্রথম কর্মদিবস অতিবাহিত করেন সুকান্ত সাহা। এর আগে তিনি নড়াইল জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি নড়াইল সদর থানার ওসি ( অপারেশন) হিসাবে সুনামের সাথে দ্বায়িত্ব পালন করেছেন।
কর্মক্ষেত্রে একজন সৎ ও পরিশ্রমী পুলিশ অফিসার হিসাবে বেশ সুনাম রয়েছে পুলিশের এই কর্মকর্তার। তিনি মাদক, ছিনতাই, হত্যা মামলা, অপহরণ মামলার আসামী গ্রেফতার করে বহুবার পুরষ্কৃত হয়েছেন।
তিনি বলেন, কোন থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে নড়াগাতি থানা তার প্রথম কর্মস্থল। মাদক, জুয়া, সন্ত্রাস-জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সকল অপরাধ নির্মূলে কাজ করবো। এ ব্যাপারে আমার অবস্থান থাকবে কঠোর। অপরাধী যে কেউ হউক না কেনো তাকে ছাড় দিবেন না বলেও জানান তিনি।
নড়াইল জেলার নড়াগাতি থানার আইনশৃংখলার সার্বিক পরিস্থিতি ভাল রাখতে সকল মহলের সহযোগিতা কামনা করেন নড়াগাতি থানার নবাগত ওসি সুকান্ত সাহা।
আপনার মতামত লিখুন :