• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন

নড়াইলের কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার বিতরন করলেন নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২১, ৯:১৬ অপরাহ্ন / ১৬১
নড়াইলের কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার বিতরন করলেন নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ করোনাকালীন সংকট মোকাবেলায় নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তির পক্ষ থেকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার সেট হস্তান্তর করলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। বৃহস্পতিবার (১৫জুলাই) সকাল ১১টায় কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে সংসদ সদস্য কবিরুল হক মুক্তির পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডাঃ কাজল মল্লিক এর হাতে এ অক্সিজেন সিলিন্ডার সেটসহ তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাসুম বিল্লাহ, কালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহীম শেখ, কালিয়া উপজেলা যুবলীগের আহবায়ক খাঁন রবিউল ইসলাম, ছাত্রলীগ নেতা ইয়ামিন বিশ্বাস সহ দলীয় নেতাকর্মীরা।