![scriptForHost](http://ajkerbd24.com/wp-content/uploads/2025/01/logog555.jpg)
মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ নড়াইলের কালিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার নিমিত্তে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন (বুধবার) বিকাল ৫ টায় কালিয়া থানা হলরুমে ওসি কালিয়া শেখ তাসমীম আলমের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রনব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়, (পিপিএম বার)। বিশেষ অতিথি ছিলেন কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ পদ ঘোষ, পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, সালামাবাদ ইউপি চেয়ারম্যান মোল্লা মাহবুবুর রহমান, ইলিয়াসাবাদ ইউপি চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মসিউল হক মিঠু। আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মোঃ হাফিজুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার ঘোষ, সরকারি শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ তপন কুমার দাসসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, কালিয়ার মানুষ শত ভাগ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একে অন্যের পরিপুরক হয়ে বসবাস করে। এছাড়া কালিয়া থানা এলাকায় পুলিশিং কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার প্রবীর কুমার রায় পুলিশের কাজে সকলকে সহযোগিতা কামনা করে স্মার্ট ফোন ব্যবহারে সতর্কতার সহিত
লাইক, কমেন্ট ও শেয়ার করার নির্দেশনা দেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, মাদকসহ নানা অপরাধ নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা চান। এছাড়া ৯৯৯ এ ফোন দিলে সাথে সাথে অপরাধীকে ধরা হবে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :