মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইলঃ সারাদেশের ন্যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলের কালিয়ায় পাল্টাপাল্টিভাবে বাংলাদেশ আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৩ জুন (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে বাংলাদেশ আ’লীগ কালিয়া উপজেলা শাখার সভাপতি এস,এম হারুনুর রশিদ এর নেতৃত্বে ও পৌর মেয়র মোঃ ওয়াহিদুজ্জামান হীরার উপস্থিতিতে এ দিনটি উদযাপিত হয়। অপরদিকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলার চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষের নেতৃতে উপজেলা আ’লীগের সহ-সভাপতি বি,এম ইমদাদুল হক টুলু, মোল্যা শাহাদৎ হোসেন ও লায়েক হোসেনের উপস্থিতিতে আলাদা ব্যানারে সকাল সাড়ে ১১ টায় এ দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে আ’লীগের দলীয় ও অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন উভয় পক্ষ। অতঃপর উপজেলা আ’লীগের সভাপতি এস,এম হারুনুর রশিদ ও পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরার নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলার পৌর কমউিনিটি সেন্টারে গিয়ে প্রতিষ্ঠাবার্ষীকির কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় এবং উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষসহ দলীয় নেতাকর্মীরা র্যালী শেষে অস্থায়ী কার্যালয়ে কেক কাটেন।
আপনার মতামত লিখুন :