• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন

নড়াইলের কালিয়ায় ইজারা বহির্ভূত স্থানে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে ২ লক্ষ টাকা জরিমানা


প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২২, ৬:৩৪ অপরাহ্ন / ২২৪
নড়াইলের কালিয়ায় ইজারা বহির্ভূত স্থানে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে ২ লক্ষ টাকা জরিমানা

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে কালিয়ায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ জহুরুল ইসলাম এর যৌথ অভিযানে ইজারা বহির্ভূত উপজেলার ঘোষ পাড়া এলাকায় নবগঙ্গা নদী হতে বালু উত্তোলনকালে ৬ আসামীকে আটক করেছে উপজেলা প্রশাসন।

১৪ জানুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে তাদের আটক পূর্বক বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ও ১৫ ধারায় দোষী সাব্যস্থ করে ৬ ব্যক্তিকে আসামী করে ১টি মামলায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

আসামীরা হলো উপজেলার পার বিষ্ণুপুর গ্রামের ইকরাম গাজীর ছেলে নিজাম গাজী (৪১), মৃত সোহরাব বিশ্বাসের ছেলে মনিরুল বিশ্বাস (৪২), ফরিদ বিশ্বাসের ছেলে কালু বিশ্বাস (৩৫),ও পুরুলিয়া গ্রামের মৃত ইরাদত মোল্যার ছেলে জসিম মোল্যা (২৮), বরগুনা জেলার বামনা থানার ঘোল পটুয়া গ্রামের শফিউল গাজীর ছেলে সোহেল (২১), কুডিগ্রাম সদরের ভেলকুপা গ্রামের মৃত কওসার আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৫০)।