• ঢাকা
  • শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন

নড়াইলের কালিয়ায় অবৈধ বালু উত্তলোলনের দ্বায়ে ৩ ব্যবসায়ীসহ ৪জনকে জরিমানা


প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২১, ৭:৫৬ অপরাহ্ন / ২৩৬
নড়াইলের কালিয়ায় অবৈধ বালু উত্তলোলনের দ্বায়ে ৩ ব্যবসায়ীসহ ৪জনকে জরিমানা

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ নড়াইলের কালিয়া উপজেলার ইজারা বহির্ভূত এলাকা পুরাতন বৃ-হাসলা বালুর চরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তলোনের দ্বায়ে উপজেলার বুড়িখালী গ্রামের কোবাদ শেখের ছেলে জুয়েল শেখ (২৯), রেজাউল মোল্যার ছেলে জিল্লাল মোল্যা (৩৮) ও নুরমিয়া শিকদারের ছেলে আরিফ শিকদার (৩৫) কে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ জহুরুল ইসলাম। ৫ আগষ্ট (বৃহস্পতিবার) সকাল ১১ টায় তাদের এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম, ভূমি অফিসের নাজির মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সমন্বয়ে ভ্রাম্যামান আদালতের একটি দল ঘটনাস্থল পুরাতন বৃ-হাসলা বালুর চরে অভিযান পরিচালনা করে ৩ জনকে ব্যবসায়ীকে আটকপূর্বক প্রত্যেককে ৫০ হাজার করি মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
উল্লেখ্য অভিযান চলাকালে একই এলাকার ছত্তার মুন্সীর ছেলে শরিফুল মুন্সী (৩২) কে জুয়া খেলার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।