• ঢাকা
  • শুক্রবার, ০৯ Jun ২০২৩, ১২:৪৪ পূর্বাহ্ন

নড়াইলের কালিয়ায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার


প্রকাশের সময় : মে ২৫, ২০২২, ১০:৫৫ অপরাহ্ন / ৩৫২
নড়াইলের কালিয়ায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

মোঃ হাচিবুর রহমান, নড়াইলঃ নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের চর বল্লাহাটি আঠারো বাকি নদীর চরে বাচ্চু মোল্লার পাট ক্ষেতের পার্শে কাশবনের ভিতর এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ ২৫ মে (বুধবার) রাত সাড়ে ৮ টায় মধ্যবয়সী এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নড়াগাতী থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চর বল্লাহাটি গ্রামে বাচ্চু মোল্লার পাট ক্ষেতের দক্ষিণ পাশে কাশবনের ভিতর লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে অর্ধগলিত যুবকের লাশটি উদ্ধার করে। তবে পুলিশ ও স্থানীয়রা লাশটি শনাক্ত করতে পারেনি।

এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন এএসপি ( কালিয়া সার্কেল) প্রনব কুমার রায়।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আঠারো বাকি নদীর পাশে চরে পাট ক্ষেতের দক্ষিণ পাশে কাশবন থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পরিচয় শনাক্ত করণের চেষ্টা চলছে। ময়নাতদন্তর রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।