মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ নড়াইল-১ এর সাংসদ বি,এম কবিরুল হক মুক্তি (এমপি) কোরবানীর পশু ক্রয়ের উদ্দেশ্যে কালিয়া উপজেলার পহরডাঙ্গা হাট পরিদর্শন করেছেন। ৩ জুলাই (রবিবার) বিকেলে হাটে উপস্থিত হন। এ সময় কর্দমাক্ত হাটে ত্রেতা ও বিক্রেতাদের সার্বিক সমস্যার বিষয়ে অবগত হন তিনি। হাট কমিটির দাবি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আগামী কোরবানীর আগে ঐতিহ্যবাহী পহরডাঙ্গা পশুর হাট উন্নয়নে কাজ করে কাঁদামুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন, বাঐসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফুরকান মোল্যা, পহরডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাবু শিকদার ও মোকাররম হোসেন হিরু, পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম শিকদার, সাবেক সভাপতি বায়েজীদ,
নড়াগাতী থানা কৃষকলীগের সভাপতি খান জুলফিকার আলী, থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল আলম উজ্জলসহ আরো অনেকে।
এদিকে পশুর হাটে হাসিলে অতিরিক্ত টাকা নেওয়া ও স্বাস্থ্য সুরক্ষার অভাব পরিলক্ষিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ও ৪০ ধারা এবং ১৮৬০ এর দঃবিধি ২৬৯ ধারায় দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা জরিমানা করেছে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জহুরুল ইসলাম। ৩ জুলাই (রবিবার) বিকেলে এ জরিমানা করা হলে হাট কমিটির সার্বিক দায়িত্বপ্রাপ্ত ও পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ সেলিম শিকদার উক্ত জরিমানা পরিশোধ করেন।
আপনার মতামত লিখুন :