নড়াইল অফিস: জেলার কালিয়া উপজেলার জয়পুর ভলিবল খেলার মাঠে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।১৬ ফেব্রুয়ারি জয়পুর ভলিবল ক্লাবের আয়োজনে এ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ ভলিবল প্রতিযোগিতায় ৮টি ভলিবল ক্লাব অংশগ্রহণ করে। জয়পুর ভলিবল খেলার মাঠে সমাপনি খেলা কালিয়া উপজেলার টোনা ভলিবল ক্লাব বনাম বাগেরহাটের মোল্লাহাট ভলিবল ক্লাব অনুষ্ঠিত হয়। টোনা ভলিবল ক্লাব পয়েন্ট খেলায় ৮০ পয়েন্টের মধ্য ৮০/৬৯ ব্যাবধানে মোল্লারহাট ভলিবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমাপনি প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের মধ্যে ট্রফি ও নগদ টাকা বিতরন করা হয়।
উপজেলার ৫ নং সালামাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিটন শিকদার,সাধারণ সম্পাদক কামরুল শিকদার ও মাসুম সিকদারের পরিচালনায়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কালিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক খান রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সালামাবাদ ইউনিয়নের বিট অফিসার এসআই মিজানুর রহমান, এএসআই সায়েম উদ্দিন, সাংবাদিক বাবর আলী।
আপনার মতামত লিখুন :