মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের সীমানন্দপুর আজিজুর রহমান ভূইয়া বালিকা সমাজ সেবা এতিম খানা’র ছাত্রীদের মাঝে (৭ফেব্রয়ারী) সোমবার সকালে ৫টি সেলাই মেশিন ও নগদ টাকা বিতারণ করেন,জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এর পক্ষে জেলা সমাজ সেবা কার্যালয় এর উপপরিচালক রতন কুমার হালদার।এসময় উপস্থিত ছিলেন,সীমানন্দপুর আজিজুর রহমান ভূইয়া বালিকা সমাজ সেবা এতিম খানা’র সুপার,কাজী আব্দুল কাদের,কবি আবু বক্কার মোল্যা,জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তগণ,সাংবাদিক মো:রফিকুল ইসলাম,সীমানন্দপুর আজিজুর রহমান ভূইয়া বালিকা সমাজ সেবা এতিম খানা’র শিশু ছাত্রীগণ প্রমূখ।এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সীমানন্দপুর আজিজুর রহমান ভূইয়া বালিকা সমাজ সেবা এতিম খানা পরিদর্শন করেন,এসময় এতিম ছাত্রীদের সেলাই মেশিন দিবেন বলে প্রতিশ্রুতি দেন এবং এতিম খানা’র সকল প্রকার খোঁজখবর নেন নড়াইলের সীমানন্দপুর আজিজুর রহমান ভূইয়া বালিকা সমাজ সেবা এতিম খানা’র ছাত্রীদের রয়েছে সেলাই মেশিনের কাজের দক্ষতা।তারই ধারাবাহিকতায় এতিম খানা’র ছাত্রীগণ নিজেদের জামা কাপড় নিজেরাই তৈরি করে সেটা ব্যবহার করে,যেতে হয় না এতিম খানা’র বাইরে।এমন ভাবেই প্রশিক্ষণসহ এতিম খানা পরিচালনা করেন,এতিম খানা’র সুপার,কাজী আব্দুল কাদের।এদিকে,সুনামের সাথেই আজিজুর রহমান ভূইয়া বালিকা সমাজ সেবা এতিম খানা পরিচালনা হয়ে আসছে,খাবার সহ রয়েছে থাকার সুব্যবস্থা।আজিজুর রহমান ভূইয়া বালিকা সমাজ সেবা এতিম খানা’র সুপার কাজী আব্দুল কাদের জানান,এতিম খানা পরিচালনা করতে অনেক হিমশিম খেতে হচ্ছে,এজন্য এতিম খানা’র শিশুদের পাশে বিত্তবাণদের সহযোগীতার হাত বাড়াতে আহব্বান জানান,সুপার কাজী আব্দুল কাদের।নড়াইলের বিত্তবানদের একটু সহযোগিতা পেলে আরো সচ্ছল ভাবে এতিম খানা পরিচালনা করতে পারতেন বলেও জানান।আজিজুর রহমান ভূইয়া বালিকা সমাজ সেবা এতিম খানা থেকেই বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনা করছে এ এতিম শিশুরা।
আপনার মতামত লিখুন :