• ঢাকা
  • রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন

ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৩, ৭:০৩ অপরাহ্ন / ৩৭
ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসুচী পালিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ এসব কর্মসুচী পালন করে।

বৃহস্পতিবার সকাল ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ন্যাশনাল সার্ভিসের কর্মীরা এ দাবীতে ব্যানার ও প্লাকার্ড নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে। পরে সেখান থেকে ন্যাশনাল সার্ভিসের কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আতিকুর রহমান (রাজা), যুগ্ম-সাধারন সম্পাদক মো. দুলাল মোল্যা, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মিহির কান্তি গোলদার, সাধারন সম্পাদক মো. রাইসুল ইসলাম, ন্যাশনাল সাভিস কর্মী রবিউল ইসলাম, সৈয়দা পলি আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

পরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সব কর্মসূচিতে দেশের ৩৭টি জেলার ১২৮টি উপজেলার ন্যাশনাল সার্ভিসের কর্মীরা অংশ গ্রহন করেন।