• ঢাকা
  • সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৪:১১ পূর্বাহ্ন

ন্যায়কুঞ্জ বিচারপ্রার্থী বিশ্রামাগার প্রধান বিচারপতির এক অনন্য উদ্যোগ—-বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন


প্রকাশের সময় : জুন ৩, ২০২৩, ৫:৫৩ অপরাহ্ন / ৪০৭
ন্যায়কুঞ্জ বিচারপ্রার্থী বিশ্রামাগার প্রধান বিচারপতির এক অনন্য উদ্যোগ—-বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী’র সদয় অভিপ্রায় অনুসারে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ‘ন্যায়কুঞ্জ’ নামকরণে বিচারপ্রার্থী – বিশ্রামাগার এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন মাননীয় প্রধান বিচারপতির অভিপ্রায় অনুসারে ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠা হলে বিচারপ্রার্থী মা-বোন সহ সকলেই এখানে অপেক্ষা করে খানিকটা স্বস্তিবোধ করবেন। এছাড়াও এখানে মায়েরা তাদের শিশু বাচ্চাদেরকে নিরাপদে দুধ পান করাতে পারবেন।

গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম-পিপিএম, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার মো.মিজানুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হায়দার আলী খন্দকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, জেলা সিভিল সার্জন ডা.নিয়াজ মোহাম্মদ, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায় ও সহকারী জজ মাসুমা রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসী’র সকল বিচারকগণ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, সরকারি কৌঁসুলি, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, জেল সুপার, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, আইনজীবী সহ গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে পৌঁছালে সেখানে তাকে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ কামরুল হাসান গোপালগঞ্জ বিচার বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে আদালত ভবনের সম্মেলন কক্ষে বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন জেলা বিচার বিভাগের সকল বিচারকগণ, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও আইনজীবীদের সাথে মামলার জট নিরসনে করণীয় সম্পর্কে মতবিনিময় করেন।