• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে খুলনার দিঘলিয়া হতে দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক


প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন / ৪৯
নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে খুলনার দিঘলিয়া হতে দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

এম রোমানিয়া, খুলনাঃইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪ আনুমানিক ১৫০০ ঘটিকায় দিঘলিয়া উপজেলার চন্দ্রিনী মহল এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী রমজান হাওলাদার (৪০) কে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী কামরুল শেখ (৪২) এর বসত বাড়ি তল্লাশি করে দেশীয় অস্ত্র, মাদক ও মাদক সেবনের উপকরণ পাওয়া যায়। উল্লিখিত মাদক ব্যবসায়ী কামরুল শেখ এর স্ত্রী শান্তা বেগম (৩২) কে মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় আটক করা হয়।

আটককৃত ব্যক্তি রমজান হাওলাদার এর বিরুদ্ধে দিঘলিয়া থানায় ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়। উক্ত অভিযানে দিঘলিয়া থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।