• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

নৌকায় ভোট চাওয়া জামালপুরের ডিসিকে বদলি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৩, ৩:২৩ পূর্বাহ্ন / ১২৩
নৌকায় ভোট চাওয়া জামালপুরের ডিসিকে বদলি

নিজস্ব প্রতিবেদক, জামালপুরঃ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপ-পরিচালক (উপসচিব) মো. শফিউর রহমানকে জামালপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার তাকে এই পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আরেক আদেশে জামালপুরের ডিসি মো. ইমরান আহমেদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে মো. ইমরান আহমেদ আওয়ামী লীগের (নৌকা) পক্ষে ভোট চেয়ে আলোচনায় আসেন। ডিসি ইমরান আহমেদের বক্তব্য খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে এর আগে জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।