• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন

নৌকাকে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে যুবলীগ—-মোঃ রশীদুজ্জামান


প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৩, ৯:২৪ অপরাহ্ন / ৭১
নৌকাকে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে যুবলীগ—-মোঃ রশীদুজ্জামান

মোঃ মানছুর রহমান জাহিদঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দের সাথে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী রশীদুজ্জামান মোড়লের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে পাইকগাছা জেলা সুপার মার্কেটের ছাদে উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক কমিটির আহবায়ক শেখ আনিসুর রহমান মুক্ত’র সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায় এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া’র সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ কয়রা-পাইকগাছা আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতিকের মাঝি রশীদুজ্জামান মোড়ল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের উপ প্রচার বিষায়ক সম্পাদক মোঃ খায়রুল আলম, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, আ.লীগ নেতা বিজন বিহারি সরকার, এস এম রেজাউল হক, নিলিমা চক্রবর্তী, এ্যাড আবুল কালাম আজাদ, শ্রমিক লীগের সভাপতি শেখ হারুন অর রশীদ হিরু, প্রভাষক বাবলু, যুবলীগ নেতা নুরুল ইসলাম, আজিবর রহমান, প্রভাষক বাবলু, আব্দুল কুদ্দুস সানা, জহুরুল হক, জাহাঙ্গীর আলম, শেখ জালাল, সুকুমার রায়, পরেশ কুমার মন্ডল, প্রদিব মন্ডল, প্রভাষক মোস্তাফিজুর রহমান, দিপঙ্কর শীল, জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মৃণাল কান্তি বাছাড়, সেচ্ছাসেবক লীগ নেতা আলহাজ্ব মইনুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী প্রমুখ।

যুবলীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, যুবলীগ আওয়ামী লীগের ভ্যানগার্ড, নির্বাচনে যুবলীগ অগ্রনী ভুমিকা পালন করবে। আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে নৌকাকে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।