নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সদর উপজেলায় ডিজিটাল ডিভাইস, নগদ টাকা,সরজ্ঞামসহ দুই প্রতারককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন র্যাব-১১।
আটককৃতরা হলো, নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মা নৌজা মঞ্জিলের ফারুক আহমেদের ছেলে ফয়সাল মাহমুদ (২৪) একই এলাকার মো.আব্দুর রবের ছেলে মো.সবুজ হিরণ (২৪)।
সোমবার (১৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার জেলা শিক্ষা অফিসের প্রধান গেইট সংলগ্ন এলাকা থেকে র্যাব তাদের আটক করা হয়।
র্যাব জানায়, আসামি ফয়সাল ও সবুজ পরষ্পর যোগসাজসে বিভিন্ন পরিচয়ে মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জার ও হোয়াটস অ্যাপ দ্বারা এসপিসি এর বিভিন্ন গ্রুপ তৈরি করে ডিজিটাল প্রতারণা করত এবং ই- ট্রানজেকশনের মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
র্যাব-১১ (সিপিপি-৩) লক্ষীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো.শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন বলেন,আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে সুধারাম থানায় সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :