• ঢাকা
  • রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন

নীলফামারীর তিস্তা ব্যারেজে শীতবস্ত্র বিতরণ


প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৩, ১:২৮ পূর্বাহ্ন / ৭০
নীলফামারীর তিস্তা ব্যারেজে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক,নীলফামারীরঃ মানবতার সেবায় (RAB-13) আয়োজনে মঙ্গলবার তিস্তা ব্যারেজে অসহায় শীতার্তদের শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খান,এমপি। স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে গত তিন দিন ধরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর ভাবে নিরাপত্তায় দ্বায়িত্ব পালন করছেন। লালমনিরহাট জেলার তিস্তা ব্যারেজ এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। দেশের সার্বিক আইন -শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী,অস্ত্রধারী মাদক ছিনতাইকারী সহ ডাকাতির বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করে আসছে।এছাড়া ও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ ও দূর্বি পাকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে (RAB-13) সর্বদা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এলাকায় প্রায় ছয় হাজার গরীব, দূস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন লালমনিরহাট -১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃমোতাহার হোসাইন এম পি,(RAB-13) ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বিপিএম (বার) পিপিএম,অতিরিক্ত মহাপরিচালক (অপস) কর্নেল মোঃকামরুল হাসান,পিপিএম এ এফ ডব্লিউ সি,পিএস সি,জেলা পরিষদ চেয়ারম্যান, লালমনিরহাট রংপুর বিভাগ ও লালমনিরহাট জেলার উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং RAB -13,রংপুর এর অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় গন্যমান্য ব্যক্তিবর্গ জন প্রতিনিধিগণ সহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকার গণমাধ্যম কর্মীদের উপস্থিতি র ঘাটতি ছিল না।