নিজস্ব প্রতিবেদক,নীলফামারীঃ নীলফামারী জেলার ডিমলা উপজেলা র নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানের গ্ৰামীণ ব্যাংক ডিমলা শাখা র অফিস কক্ষে ১১ জানু/২৩ সকাল ১১.০০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন করেন মোঃ ইসমাইল হোসেন এরিয়া ম্যানেজার (গব) জলঢাকা শাখা নীলফামারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ রুকনুজ্জামান এরিয়া প্রোগ্ৰাম অফিসার (গব) জলঢাকা নীলফামারী। উক্ত উদ্বোধনী সঞ্চালনায় ছিলেন মোঃ আবুল হাশেম ব্যাবস্হাপক(গব) ডিমলা নীলফামারী। তারা অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং শীতার্তদের মাঝে মোছাঃ গোলেনুর বেওয়া, মোছাঃ মরিয়ম বেওয়া ও মোছাঃ রাশিদা বেওয়া র হাতে অত্র শাখা র অফিসার গণ শীতবস্ত্র তুলে দেন। এসময় প্রেসক্লাব ডিমলা র ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হামিদ সরকার জানতে চান কত পিস শীতবস্ত্র বিতরণ করবেন, তখন শাখা ব্যাবস্হাপক জানান, আমাদের ( ৫০) পিস কম্বল বিতরণের সুযোগ রয়েছে।আজ তিন জনকে দিয়ে বিতরণ শুরু করছি। বাকিটা পর্যায়ক্রমে অন্যান্য দের মধ্যে বিতরণ করা হবে।সব শেষে প্রধান অতিথি সবার পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করে মুলতবি ঘোষণা করে।
আপনার মতামত লিখুন :