• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

নিজ জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সেই উচ্ছল উজ্জ্বল কন্যা !


প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৩, ১:৪৬ পূর্বাহ্ন / ১৭৪
নিজ জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সেই উচ্ছল উজ্জ্বল কন্যা !

বিশেষ প্রতিনিধিঃ কোথাও এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে এমন আহ্বান আগেই জানিয়েছেন প্রধানমন্ত্রী। যেই আহ্বান, সেই কাজ। নিজেই এমনটি করে দেখালেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

তিনি এই লক্ষ্য নিয়েই নিজ জন্মস্হান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পুবের বিল পরিদর্শন করেন। সেখানে নিজেদের পৈত্রিক জমিকে চাষ উপযোগী করে তোলার ব্যাপারে নির্দেশনা দেন।

এই জলাভূমি বছরের ৮/৯ মাসই থাকে পানির নিচে। এতে অধিকতর ফলন নিশ্চিতের জন্য নির্দেশনার পাশাপাশি মুক্ত হাওয়ায় ঘুরে বেড়ান প্রধানমন্ত্রী। এ যেন টুঙ্গিপাড়ার সেই উচ্ছল উজ্জ্বল কন্যা !