শাহনাজ হীরা, মুন্সিগঞ্জঃ অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালি এর প্রতিষ্ঠাতা সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমনকে সংবর্ধনা প্রদান করা হয়। মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা ও মতবিনিময় সভায় এসকে এমডি জাকির হোসেন সুমনকে সম্মাননা প্রদান করা হয়।
নিজের এলাকায় সম্মাননা গ্রহণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হন।
বৃহস্পতিবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ পৌরসভা মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের প্রতিনিধি প্যানেল মেয়র মুহাম্মদ সোহেল রানা ( রানু)। মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোসনে হাসানুল কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু, সাধারণ সম্পাদক মু. আবুসাঈদ সোহান ও রেনেসাঁ ডাগাগনস্টিক কেয়ারের চেয়ারম্যান মোঃ আক্কাস আলী।
মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ রুবেল এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন দৈনিক টারমিগান পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাজী মুহাম্মদ সেলিম, রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব সামছুল হুদা খান হিটু,
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ, অন্যান্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসকে এমডি জাকির হোসেন সুমন বক্তব্য প্রদানকালে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমি একজন ক্ষুদ্র মানুষ। আমাকে আপনারা যে সম্মান দেখালেন আপনাদের কাছে আমি চির ঋণী হয়ে গেলাম। আমি ইউরোপে প্রায় ৪টি সম্মাননা পেয়েছি। কিন্তু আজকে আমার নিজ জেলায় মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে যে সম্মাননা প্রদান করলেন তা আমাকে মুগ্ধ করেছে। সত্য ও ন্যায়ের পথে অবস্থান নেওয়ায় কোন বাধাই বাধা হয়ে দাড়াতে পারেনি।
হামলা মামলার ভয় তাকে দাবিয়ে রাখতে পারেনি।
বর্তমানে তিনি যমুনা টেলিভিশন, দৈনিক কালের কণ্ঠ ও রেডিও টুডের সাংবাদিক। পাশাপাশি বেশ কিছু নিউজ পোর্টালেও কাজ করছেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়। পরে জাকির হোসেন সুমনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।