• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন

নিজের অপরাধ ঢাকতে প্রতিবেশীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের 


প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৪, ৩:০২ অপরাহ্ন / ২৯
নিজের অপরাধ ঢাকতে প্রতিবেশীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের 

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে চরচাকদাহ গ্রামের আমির হোসেনের বিরুদ্ধে নিজের অপরাধ ঢাকতে প্রতিবেশী আজিজ বিশ্বাসের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আসছে।

প্রতিবেশীর একের পর এক মিথ্যা মামলায় অতিষ্ঠ আজিজ বিশ্বাস। সম্প্রতি আজিজ বিশ্বাসের বাঁশ ঝাড়ের বেশ কয়েকটি বাঁশ কেটে দেয় আমির হোসেন। যে সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু এ ঘটনায় কোন মামলা করেনি আজিজ বিশ্বাস। কিন্তু এ ঘটনা ভিন্ন খাতে নিতে আমির হোসেন তার স্ত্রী আমেনা খাতুনকে বাদী করে আজিজ বিশ্বাস, পিকুল, আশিক, রুমা, রাজ্জাক, সাঈদ, বাবলু, মান্নানের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে মাগুরা বিজ্ঞ আদালতে একটি মামলা করেন।

এ বিষয়ে ভুক্তভোগী আজিজ মণ্ডল বলেন, আমির হোসেন শৈলকূপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিজলিয়া গ্রাম থেকে ২০ বছর আগে আমার বাড়ির পাশে এসে বাড়ি করেন। বাড়ি করার পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন হয়রানিমূলক মিথ্যা মামলা করে আসছে। তার স্বভাবই মামলা করা। আমি তার যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে পড়েছি। শুধু তাই নয়, গ্রামের সামাজিক দলের কোন মারামারি হলেও উনার বউ বাদী হয়। আমি সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে আমির হোসেনের ছেলে নূর ইসলাম বলেন, আমরা তাদের নামে মিথ্যা মামলা দেয়নি। ববং তারাই আমাদের অত্যাচার ও মিথ্যা মামলা দিয়ে আসছে।