
মোঃ রাসেল সরকারঃ রাজধানীর মুগদা থানা এলাকা থেকে মোঃ তারেক মোল্লা নামে এক ব্যক্তি হারিয়ে গেছে। তার বয়স ৩৩ বছর। বাবার নাম-গাফফার আলী মোল্লা, মাতার নাম-কমেলা বেগম, সাং-পাথালিয়া, থানা ও জেলা-গোপালগঞ্জ। তার উচ্চতা-অনুমান ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং-কালো, মুখ মন্ডল গোলাকার।
তারেক মোল্লা গত ১০ ডিসেম্বর ২০২২ সকাল ১০:০০ টায় মান্ডা ১ম গলি ভাড়া বাসা থেকে বাহির হয়ে আর ফিরে আসে নাই। তারেকের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে ডিএমপির মুগদা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ তারেকের বড় ভাই মাহমুদুল হাসান। জিডি নং-১২১৭ তারিখ-২৪/১২/২০২২ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত ব্যক্তির সন্ধান জেনে থাকলে মুগদা থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪০২৭৯) বা তদন্তকারী কর্মকর্তা এসআই/ মোঃ শামীম আক্তার (০১৭৩০-৪২৯৬৫০) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০২৭২) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
আপনার মতামত লিখুন :