• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ৮০,হাজার ইয়াবাসহ গ্রেফতার ১


প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২১, ৩:৫৪ অপরাহ্ন / ১৬৮
নারায়ণগঞ্জে ৮০,হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ৮০,হাজার পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

বৃহস্পতিবার ( ৫ আগস্ট ) দুপুরে র‌্যাব-৩ গোয়েন্দা সংবাদে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্য অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদে র‌্যাব-৩ এর আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইয়াছিন (৩৩) নামের একজন গ্রেফতার করে। এসময় ট্রাকটি তল্লাশী করে ট্রাকটির সামনের কেবিনের টুলবক্সের মধ্যে এবং ট্রাকটির অতিরিক্ত ট্রায়ারের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৮০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ট্রাকটিকে জব্দ করা হয়।

র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া)বীণা রানী দাস জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামী জানায় আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে এভাবেই অভিনব পন্থায় দীর্ঘদিন যাবৎ ট্রাকের বিভিন্ন স্থানে লুকিয়ে ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছে।

আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।