• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন

নারায়নগঞ্জের ভুলতায় সেজান জুস ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ড


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২১, ৫:১০ অপরাহ্ন / ২১৬
নারায়নগঞ্জের ভুলতায় সেজান জুস ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ড

বেলাল দেওয়ান/অপূর্ব :নারায়নগঞ্জের ভুলতায় গতকাল সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক মারা গেছে। ঐ ফ্যাক্টরিটিতে ৮০ শতাংশ নারী শ্রমিক কাজ করতো। এখনো উদ্ধার কাজ অব্যাহত আছে। ফায়ারসার্ভিসের কর্মিরা জানায় ভবনটির উপরের তলায় ফ্যাক্টরির রাসায়নিক দ্রব রাখা ছিলো।

ভোর থেকেই আটকে পড়া শ্রমিকদের স্বজনেরা ওই ফ্যাক্টরিটির সামনে ভীড় জমায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন ভবনের চারতলায় সবচেয়ে বেশি মানুষ আটকা পড়ে আছে এবং মেইন গেট বাইরে থেকে বন্ধ থাকার কারণে অনেকেই বের হতে পারে নাই। এদিকে ফ্যাক্টরির সামনে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় ভাংচুর করে এবং পুলিশের উপর দফারফায় ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের উপর টিয়ারগ্যাস নিক্ষেপ করে ধাওয়া দেয়।