• ঢাকা
  • রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

নারায়ণগঞ্জ বন্দরে লাঙ্গলবন্দের ললিত সাধুর আশ্রমে রমরমা মাদক ব্যবসা চালাচ্ছে পাশা মনির


প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৩, ১:১৬ অপরাহ্ন / ৮৬
নারায়ণগঞ্জ বন্দরে লাঙ্গলবন্দের ললিত সাধুর আশ্রমে রমরমা মাদক ব্যবসা চালাচ্ছে পাশা মনির

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ বন্দরে লাঙ্গলবন্দের ললিত সাধুর আশ্রমে রমরমা মাদক ব্যবসা চালাচ্ছে পাশা মনির। বন্দরে লাঙ্গলবন্দের হিন্দুরধর্মাবলম্বীদের ললিত সাধুর আশ্রমকে ঘিরে মাদক ব্যবসার আখড়া বানিয়ে ফেলেছে পাশা মনির।

পাশা মনিরের ভয়ে নিরীহ মানুষ মুখ খুলতে পারেনা। সে একটি সিন্ডিকেটের প্রভাব খাটিয়ে ফেন্সিডিল, ইয়াবা, গাঁজাসহ নানা প্রকারের অবৈধ কারবারি চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পাশা মনির ওরফে ইয়াবা মনির এর রমরমা মাদক ব্যবসায় কেউ কিছু বলতে গেলে রাতের আঁধারে ওৎ পেতে থাকে সেই সাধারণ পরিবারের মানুষকে ক্ষতি করার জন্য এবং রাতের পর রাত হিন্দু পাড়া মজমপুর ও নদীরপাড় এলাকায় মহড়া দিয়ে থাকে।

এই পাশা মনিরের নামে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখ্য যোগ্য মামলা গুলো হলো মাদক, ছিনতাই, চুরি, এবং ২৬ বছর পূর্বে নন্দনকানন চিড়াইপাড়া কলোনির বাসিন্দা জাকির হত্যা মামলার ২নং আসামি। তাছাড়া খুন গুম সব কিছুতেই এই পাশা মনির ওতপ্রতভাবে জড়িত। আবার এদিকে লোক সমাজে বলে বেড়ায় মামলা মোকদ্দমা জেল হাজত তার কাছে কোনো বিষয় না। সে প্রতিনিয়ত নদী পথে নৌকা দিয়ে ইমানাকান্দীর ভিতর দিয়ে প্রবেশ করে সোনারগাঁওয়ে বিভিন্ন স্পটে মাদক পাচার করে আসছে। উক্ত এলাকার মানুষ এ থেকে মুক্তি চাই।

বন্দর থানায় তার নামে একাধিক মামলা রয়েছে তাছাড়া মাদক ব্যবসার সাথে জড়িত বলেও জানা যায়।