• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:০৪ পূর্বাহ্ন

নাটোরের লালপুরের অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৪, ২:১৮ অপরাহ্ন / ৭৮
নাটোরের লালপুরের অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মোছাঃ তাওহীদা ইসলাম তন্নী, নাটোরঃ নাটোরের লালপুরের আড়বাব নামক স্থানে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার আড়বাব গ্রামের রাস্তার পাশে লাশটি পাওয়া যায়।তাৎক্ষণিক ভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫/৪০ বছর।নিহত ব্যক্তির পরনে কালো টি শার্ট, সোয়েটার ও জিনসের প্যান্ট ছিল। তাঁর নাকের নিচে ও কপালে ক্ষত চিহ্ন ছিল। এতে ধারণা করা হচ্ছে তাঁকে হত্যার পর রাস্তার পাশে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে আড়বাব গ্রামের বজলুর রহমানের বাড়ির কাছে রাস্তায় পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।