তাওহীদা ইসলাম তন্নী, নাটোরঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ এর হাত কেটে নেওয়ার হুমকি,অফিসের ফাইলপত্র তছনছ করা সহ তাকে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের ভিতরে শিক্ষা কর্মকর্তার অফিস কক্ষে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সবাই আতংকিত হয়ে পড়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ বলেন, দুপুর সাড়ে ১২ টার দিকে ১৫/২০জন দুর্বৃত্ত আমার রুমে প্রবেশ করে প্রথমেই তার হাত কেটে নেওয়া হুমকি দেন। এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে ও অফিসের কাগজ পত্রগুলো তছনছ করে ছুঁয়ে ফেলে দেয়। দুর্বৃত্তরা জোরপূর্বক অফিসের ড্রয়ার থেকে কিছু ফাইল বের করে নিয়ে যায়। আমি বাধা দিলে দুর্বৃত্তরা আমাকে বিভিন্ন রকম শারীরিকভাবে লাঞ্চিত করে।
এ ঘটনায় পরিষদ এলাকার সকল সিসি টিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষন করে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল।
এই বিষয় বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, অভিযোগ হলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মতামত লিখুন :