রাজিব আহমেদ, নরসিংদীঃ সোমবার (৪ জুলাই, ২০২২) জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নরসিংদীর এসআই/মোহাম্মদ গনি মিয়ার নেতৃত্বে একটি টিম রাত ২০.৪৫ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন সাহেপ্রতাব সাকিনস্হ সাহেপ্রতাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিন পাশে নিউ একতা মটরস দোকানের কাচা রাস্তার সামনে থেকে ২০ (বিশ) কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন ১। মোঃ উজ্জ্বল (৩১), পিতা- অহিদ মিয়া, মাতা- আলেয়া বেগম এবং ২। মোঃ রহমত উল্লাহ(১৮), পিতা- আব্দুল আউয়াল, মাতা- নেহেরা বেগম, উভয় সাং- উলচাপাড়া, উভয় থানা- সদর, জেলা- ব্রাহ্মনবাড়ীয়া।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ উজ্জ্বল (৩১) এর বিরুদ্ধে CDMS পর্যালোচনায় পূর্বে ৩টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :