
রাজিব আহমেদ, নরসিংদীঃ বুধবার (১৫ জুন, ২০২২খ্রিঃ) নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর, কৃষ্ণপুর ও চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন ২০২২ এর ভোট গ্রহণ সকাল ৮টা থেকে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। ভোট গ্রহণ চলাকালে মনোহরদী উপজেলার খিদিরপুর, কৃষ্ণপুর ও চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিপি।
এ সময় পুলিশ সুপার নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও ভোটারদের সাথে কথা বলেন। ভোটারগণ স্বতস্ফূর্তভাবে এবং নির্ভিঘ্নে ভোট প্রদান করছেন মর্মে জানান। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষে কেন্দ্রে দায়িত্ব পালনরত সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার, নরসিংদী।
আপনার মতামত লিখুন :