রাজিব আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধিঃ রবিবার (১২ জুন, নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই মোহাম্মদ গনির নেতৃত্বে একটি টিম নরসিংদী মডেল থানাধীন বিলাসদী সাকিনস্থ আল্লাহ চত্বর মোড় সংলগ্ন মালেক ষ্টোর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১জনকে ০৬ (ছয়) কেজি গাঁজা ধৃত করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন মোঃ আলী মিয়া ওরফে সবুজ ওরফে বত্রিশ (২৭), পিতা মৃত -শুক্কুর মিয়া, মাতা- রহিমা বেগম, সাং- উত্তর সাটিরপাড়া, রাংগামাটিয়া ১নং পানির ট্যাংকি সুমনের বাড়ির ভাড়াটিয়া, থানা- নরসিংদী মডেল, জেলা- নরসিংদী (ভাসমান)। তার বিরুদ্ধে ইতোপূর্বে ৪টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :