রাজিব আহমেদ, নরসিংদীঃ প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত পোশাক সরবরাহ এবং দেশীয় কাঁচামালের উৎপাদিত পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে নরসিংদীতে ভ্রাম্যমাণ আউটলেট খুলেছে আইকে ফ্যাশন নামে একটি প্রতিষ্ঠান। শুক্রবার বিকেলে সদর উপজেলার চরাঞ্চল নজরপুরে এই আউটলেটের উদ্বোধন করেন এফবিসিসিআই এর পরিচালক এবং নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির।
এফবিসিসিআই এর পরিচালক আলী আহসান শিশির ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটি ম্যানেজিং ডিরেক্টর নাসির উদ্দিন, জেনারেল ম্যানেজার ইসমাইল হোসেন, স্থানীয় কাপড় ব্যবসায়ী কাজিম উদ্দিম প্রমুখ। প্রসঙ্গত, আইকে ফ্যাশন নামে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন ইব্রাহিম খলিল নামে এক ফিনল্যান্ড প্রবাসী ।
আউটলেট কতৃপক্ষ্য জানায়, নিজ জেলা ও দেশে উৎপাদিত সুতা এবং পণ্যের সাথে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে দেশীয় বস্ত্রের বাজার প্রসার হবে। আউটলেট টিতে টিশার্ট, পাঞ্জাবি, থ্রি পিস, ওয়ান পিস এরকম ১২ টির অধিক আইটেমের কাপড় পাওয়া যাচ্ছে। সরাসরি ছাড়াও পণ্য কেনা যাবে অনলাইনে।
আপনার মতামত লিখুন :