
রাজিব আহমেদ, নরসিংদীঃ একটি জনপ্রিয় খেলা হা ডু ডু, নরসিংদী চর-অঞ্চলের করিমপুর ইউনিয়নে এক বিরাট হা ডু ডু খেলার আয়োজন করা হইয়াছে। স্থানঃ করিমপুর কে, কে, বয়েজ হাই স্কুল মাঠ, ১৫ জুলাই, ২০২২ইং, শুক্রবার, ৪ ঘটিকায় হাডুডু খেলাটি উদ্বোধন হয়
মরহুম শহিদুল্লাহ ফরাজী স্মৃতি হা ডু ডু প্রীতি ম্যাচ ২০২২ (সিজন) -২ উক্ত হা ডু ডু খেলাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মশিউর রহমান কমল ভূইয়া (বিশিষ্ট ব্যবসায়ী, কুয়েত) সভাপতির দায়িত্ব পালন করেছেন এরশাদ মোল্লা (বিশিষ্ট ব্যবসায়ী, কুয়েত)।
উক্ত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত হা ডু ডু খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন জাইফ ফরাজী একাদশ, বনাম মারুফা ভিক্টোরিয়া। খেলাটি কমিটির লোকজন কঠিন পরিশ্রমের মাধ্যমে খুব সুন্দর ভাবে পরিচালনা করা হয়। উক্ত খেলাটি ২-১ সেটে জয়-পরাজয় হয়।
চ্যাম্পিয়নঃ জাইফ ফরাজী একাদশ. অধিনায়কঃ আজিজুল ফরাজী। রানার্সআপঃ মারুফা ভিক্টোরিয়া’স। অধিনায়কঃ মিলন ফরাজী। ম্যান অফ দ্য ম্যাচঃ হারুন মৃধা।
খেলাটি পরিচালনা করেন হাবিবুল্লাহ ফরাজী, নাছির ফরাজী, মুজিবুর ফরাজী।
সার্বিক সহযোগিতায় ছিলেন রানা সরকার, সুমন সরকার, আরিফ ফরাজী, রাহুল ফরাজিসহ আরো অনেকে
সৌজন্যেঃ-আরিফ ফরাজীনরসিংদীতে জনপ্রিয় হাডুডু খেলা মরহুম শহিদুল্লাহ ফরাজী স্মৃতি হা ডু ডু প্রীতি ম্যাচ
আপনার মতামত লিখুন :