রাজিব আহমেদ, নরসিংদীঃ একটি জনপ্রিয় খেলা হা ডু ডু, নরসিংদী চার অঞ্চলের করিমপুর ইউনিয়নে এক বিরাট হা ডু ডু খেলার আয়োজন করা হইয়াছে। স্থান করিমপুর কে, কে, বয়েস হাই স্কুল মাঠ ১৫ জুলাই শুক্রবার, ৪ ঘটিকায় হাডুডু খেলাটি উদ্বোধন হবে।
মরহুম শহিদুল্লাহ ফরাজী স্মৃতি হা ডু ডু প্রীতি ম্যাচ ২০২২ (সিজন) -২ উক্ত হা ডু ডু খেলাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মশিউর রহমান কমল ভূইয়া (বিশিষ্ট ব্যবসায়িক, কুয়েত) সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন এরশাদ মোল্লা (বিশিষ্ট ব্যবসায়ী, কুয়েত) উক্ত খেলায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নরসিংদী আওয়ামী ছাত্রলীগের সভাপতি ও অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত হা ডু ডু খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন জাইফ ফরাজী একাদশ, বনাম মারুফা ভিক্টোরিয়া। খেলাটি কমিটির কঠিন পরিশ্রমের মাধ্যমে খুব সুন্দরভাবে খেলাটি পরিচালনা করা হয়। উক্ত খেলায় ১,২রানে খেলাটি হার-জিত হয়।
চ্যাম্পিয়নঃ জাইফ ফরাজী একাদশ. অধিনায়কঃ আজিজুল ফরাজী। রানার্সআপঃ মারুফা ভিক্টোরিয়া’স। অধিনায়কঃ মিলন ফরাজী। ম্যান অফ দ্য ম্যাচঃ হারুন মৃধা। খেলার ম্যান কমিটির দায়িত্ব পালন করেন রানা সরকার, সুমন সরকার, রাহুল ফরাজি, আরিফ ফরাজী ও কমিটির সকল সদস্যবৃন্দ
আপনার মতামত লিখুন :