রাজিব আহমেদ, নরসিংদীঃ নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের জগৎপুর গ্রামের দক্ষিণ পূর্ব পাশে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১০ টায় নরসিংদী প্রেস ক্লাব’র সামনে এ মানবন্ধনে অংশ নেয় করিমপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
এ সময় মানবন্ধনে বক্তারা বলেন, অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে মেঘনা নদী পাড়ে ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে মেঘনার ভাঙ্গনে অনেকের বাড়িঘর ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। অব্যাহত ভাঙ্গনে করিমপুর ইউনিয়ন এর শতাধিক বাড়ি ঘর বিলীন মুখে পড়েছে। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে অবৈধ ভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহবান জানানো হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসন বরাবর গণ স্বাক্ষরিত একটি স্মারক লিপি প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :