নিজস্ব প্রতিবেদক, নরসিংদীঃ নরসিংদী’র রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকী সাংবাদিকদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন যে, সাংবাদিকদের কিনে তিনি এলাকায় এসেছেন। এ কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ৩ জুলাই নরসিংদী সদর প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ও নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগতের স্পেশাল করস্পন্ডেন্ট ও নরসিংদী সদর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক সম্পাদক ও নরসিংদী সদর প্রেসক্লাবের উপদেষ্টা এবিএম আজরাফ টিপু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী সদর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক চৌধুরী খোকা , সহ-সভাপতি ডাক্তার শরীফ , যুগ্ম সম্পাদক কামাল হোসেন , শিবপুর প্রেসক্লাবের আহবায়ক কামাল প্রধান , ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি জি এম মতিউর রহমান শাহ্ চিশতী , আলমগীর হোসেন , রাজধানী টিভির ষ্টাফ রিপোর্টার আর এ লায়ন সরকার , মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সদস্য দৈনিক ললসবুজের দেশ ও ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগত পত্রিকার চীফ রিপোর্টার মো: মাহবুবুর রহমান খান , আনন্দ টিভির নরসিংদী প্রতিনিধি রফিকুল ইসলাম , মাধবদী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও মোহনা টিভির সাংবাদিক রেজাউল করিম , জোনাকি টিভির সাংবাদিক ফাহিমা খানম, আঞ্চলিক সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক নুরুজ্জামান পিটু , নরসিংদী জেলা সাংবাদিক ইউনিটির সভাপতি ওবায়দুর ইসলাম , , শিবপুর প্রেসক্লাবের আহবায়ক কামাল প্রধান, পলাশ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি , ও নরসিংদী জেলা জার্নালিস্ট এন্ড রাইটার্স সোসাইটি সভাপতি হাজী জাহিদ, শেখ জাহাঙ্গীর আলম রনি , কামাল উদ্দিন সরকার , হাসান সরকার , বিটিভির ক্যামেরা পার্সন মাজহার হোসেন, ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রায় শতাধিক গণমাধ্যম কর্মী।আরো উপস্থিত ছিলেন নরসিংদী মডেল থানার পুলিশ , ডি জি এফ আই ,এন এস আই ,ডি এস বি এর সদস্য গণ। নরসিংদী সদর প্রেসক্লাবের উপদেষ্টা ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক টিপু বলেন,দুর্নীতিবাজ ছাগল কান্ডের মতিউর ও তার স্ত্রীকে দ্রুত গ্রেফতারের দাবি জানাই এবং একজন দুর্নীতিবাজের স্ত্রী শত কোটি টাকার মালিক কিভাবে এখনোও উপজেলা চেয়ারম্যান হিসেবে বহাল তবিয়তে আছেন তিনি জানতে চান ? আগামী এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের কটাক্ষ করে তিনি যে বক্তব্য ও অপবাদ দিয়েছেন তা প্রত্যাহার করে ক্ষমা না চাইলে অনতিবিলম্বে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রণালয় ,জাতীয় প্রেসক্লাব জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদী এবং জেলাপ্রেসক্লাব নরসিংদী বরাবর স্মারকলিপি দেওয়া হবে । এবং বিক্ষোভ সমাবেশ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। সভাপতির বক্তব্যে মাসুদ রানা বাবুল বলেন,সাংবাদিকদের তিনি কিনে নিয়েছেন এবং কিনে তিনি এলাকায় এসেছেন। পাশাপাশি অতীতে তিনি বলেছেন সাংবাদিক ও এ্যাডভোকেট সস্তায় পাওয়া যায় এ বক্তব্য প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। আগামী এক সপ্তাহেন মধ্যে লায়লা কানিজ কে তার বক্তব্য প্রত্যাহার করে সাংবাদিক সমাজের কাছে ক্ষমা প্রার্থনার আল্টিমেটাম দেন । এখানে উল্লেখ্য যে, লায়লা কানিজ
লাকী বিনা ভোটে কয়েক কোটি টাকায় দফা রফা করে রাজনৈতিক সুপারিশে সিলেকশনে রায়পুরা উপজেলা ( নরসিংদী) চেয়ারম্যান ম্যান নির্বাচিত হন। হাজারো কোটি টাকা দুর্নীতির মহানায়ক তার স্বামী মতিউর।
স্বামীর দুর্নীতির টাকায় তিনি নিজেও হাজার কোটি
টাকার মালিক।নরসিংদী তে নিজ নামে শতকোটি টাকার বিনোদন পার্ক, রিসোর্ট,বসুন্ধরা এলাকায় ৭ তলা আলীশান বাড়ি,ঢাকার গুলশান,নীলক্ষেত নিউমার্কেট
এলাকায় ডুপ্লেক্স বাড়ি, বিঘা বিঘা সম্পত্তি, বিলাস বহুল গাড়ির মালিক মজনু ( মতিউর) এর প্রাণাধিক লায়লা।
তিনি ছিলেন তিতুমীর সরকারি কলেজে এর একজন
শিক্ষক। তিনি মতিউর এর প্রথম স্ত্রী।ছাগল কাণ্ডে বিতর্কিত ইফাত রহমান এর আম্মাজান লায়লার
সতীন অর্থাৎ মতিউর এর দুই নম্বর স্ত্রী।তা ছাড়া
তিনি রায়পুরার চিহ্নিত যুদ্ধাপরাধী রাজাকার পরিবারের
একজন সদস্য হয়ে কীভাবে আওয়ামী রাজনীতিতে ঢুকে রায়পুরা বাজিমাত করলো তার রহস্য এখনো অজানা।
আপনার মতামত লিখুন :