• ঢাকা
  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

নতুন বছরের শুরুতে শীত বাড়তে পারে


প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২১, ১:০২ অপরাহ্ন / ১৪৪
নতুন বছরের শুরুতে শীত বাড়তে পারে

ঢাকা : উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়া ছাড়া কোথাও শৈত্যপ্রবাহ নেই। তবে নতুন বছরের শুরুতে দেশের বেশিরভাগ এলাকায় আবারও জেঁকে বসতে পারে শীত।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, চলতি মাসের শেষদিকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টি হতে পারে। এর পর কমতে শুরু করবে তাপমাত্রা। জানুয়ারি মাসের ২-৩ তারিখের দিকে শৈত্যপ্রবাহ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, জানুয়ারি মাসে দেশে ২ থেকে ৩টি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) ও মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে ২টি তীব্র অর্থাৎ ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি ও সর্বোচ্চ কক্সবাজারে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।