• ঢাকা
  • রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৭ কেজী গাঁজা উদ্ধার, ২ মাদক ব্যবসায়ী আটক


প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৩, ৭:০৪ অপরাহ্ন / ৭৫
নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৭ কেজী গাঁজা উদ্ধার, ২ মাদক ব্যবসায়ী আটক

মোঃ বাবলু মল্লিক,নড়াইলঃ নড়াইলে মাদক বিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীয় কাছে থাকা ৭ কেজি গাঁজা উদ্ধার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), আটক করেছে ২ জন মাদক ব্যবসায়ী।

পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার সকাল ৭ টার সময় নড়াইল শহরের হাতিরবাগান বাসস্ট্যান্ডে গোপন সংবাদের ভিত্তিত্বে নড়াইল পুলিশ সুপার (এসপি) মোসাঃ সাদিরা খাতুন এর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’ ওসি মোঃ সাজেদুল ইসলাম নেত্রীত্বে এসআই আলী হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযানে ২ মাদক ব্যবসায়ীর কাছে থাকা ব্যাগের ভেতর থেকে ৭ কেজী গাঁজা উদ্ধার করে এবং ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। কুমিল্লা জেলার সদর রাজেশপুর গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে মোঃ শাহাজালাল (২৪) ও যশোর জেলার কোতোয়ালী থানার সিটি কলেজ পাড়ার রাজ সিকদারের ছেলে মোঃ রাব্বি সিকদার (৩২) আটক করা হয়।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোঃ সাজেদুল ইসলাম জানান, নড়াইল পুলিশ সুপার (এসপি) মোসাঃ সাদিরা খাতুন এর দিক নির্দেশনায় মাদক মূক্ত দেশ গড়ার অঙ্গিকার নিয়ে নড়াইল জেলাপুলিশ সর্বদা মাদকের বিরুদ্ধে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।