• ঢাকা
  • সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:২৬ অপরাহ্ন

নড়াইল গাঁজা সহ মহিলা আটক


প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৩, ৩:৪০ অপরাহ্ন / ৪২
নড়াইল গাঁজা সহ মহিলা আটক

মোঃ বাবলু মল্লিক,নড়াইলঃ নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা, মাদক (গাঁজা) সহ এক মহিলাকে আটক করেছে নড়াগাতী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি ) রাতে নড়াগাতী থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে উপজেলার চোরখালী এলাকায় মাদক ব্যবসায়ী অবস্থান নিশ্চিত করে। উক্ত সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহার নির্দেশে এসআই নজরুল ইসলাম নেতৃত্বে এএইআই জাহাঙ্গীর হোসাইন সংগীয় ফোর্সে সহ অভিযান পরিচালনা করে। উপজেলার চোরখালী আশ্রয় প্রকল্পের বসতী উজ্জ্বল বিশ্বাস এর স্ত্রী মিনাক্ষী বেগম (৩২)কে নিজ কক্ষ থেকে ২০০ গ্রাম গাঁজা সহ আটক করে। এ সময় পুলিশের উপস্থিত বুঝতে পেরে মাদক ব্যবসায়ী উজ্জ্বল বিশ্বাস পালিয়ে যায়।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন,বাংলাদেশ পুলিশ মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেন তারই ধারাবাহিকতায় নড়াইলে পুলিশ সুপারের নির্দেষে মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। গ্রেফতার কৃত আসামীকে কোর্টে প্রেরন করা হয়েছে।