• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন

নড়াইলে প্রয়াত সাবেক সাংসদ মুফতি শহিদুল ইসলাম স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৩, ৭:২৪ পূর্বাহ্ন / ১৭১
নড়াইলে প্রয়াত সাবেক সাংসদ মুফতি শহিদুল ইসলাম স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ হাচিবুর রহমান,নড়াইলঃ নড়াইলে সৌদী প্রবাসি মোঃ আমিনুর রহমানের সৌজন্যে সদ্য প্রায়ত নড়াইল -২ আসনের সাবেক সাংসদ মুফতি শহিদুল ইসলাম স্মরণে দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।৩  ফেব্রুয়ারী সদরের পাইকমারী মধ্যপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গনে এ দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান, মুফতি শহিদুল ইসলাম ব্যক্তি হিসেবে একজন ভালো মানুষ ছিলেন। তাঁর মাধ্যমে নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে মসজিদ, মাদ্রাসা, সুপেয় পানির নলকূপ স্থাপনসহ অসহায় ও নিম্নআয়ের মানুষের চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থানের পাশাপাশি বিভিন্ন সেবা দিয়েছেন । তাঁর আকস্মিক মৃত্যুতে সবাই ব্যথিত। তাই তাঁর রূহের মাগফিরাত কামনায় আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি।

এ সময় ৫ শতাধিক মুসল্লীর উপস্থিতিতে কোরআন ও হাদিস থেকে কথা বলেন, পাইকমারী দারুস সালাম জামে মসজিদের খতিব মাওঃ মোঃ ইয়াসিন আজহারী এবং শিবানন্দপুর ইসলামাবাদ দাখিল মাদ্রাসার সুপার মাওঃ রুহুল আমিন প্রমুখ।
মরহুমের রূহের মাগফিরাত কামনায় সবশেষে মোনাজাত করান মাওঃ মোঃ ইয়াসিন আজহারী।