মোঃ বাবলু মল্লিক,নড়াইলঃ নড়াইলের লোহাগড়ায় উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা পরিচয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ ও প্রতারণার ঘটনায় প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার মদিনাপাড়া এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগিতায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
গোপালগঞ্জ সদর উপজেলার তুহিন মোল্যা (৩৫) ও বাগেরহাট জেলার মো. রিপন শেখ (৩০)।
পুলিশ পুলিশ সূত্রে জানাযায়, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে নড়াইল সহ আশপাশের এলাকায় অসহায় বেকারত্ব মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে প্রতারণার মাধ্যমে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন।
প্রতারক চক্রের সদস্যরা নিজেদের সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে। ব্যাবহারিত মোটরসাইকেলে পুলিশ লেখা স্টিকার ব্যবহার করে, চাকরি প্রত্যাশীদের আকৃষ্ট করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা প্রতারণার কথা স্বীকার করেছেন।
আপনার মতামত লিখুন :