
মোঃ বাবলু মল্লিক, নড়াইলঃ নড়াইলে কালিয়া উপজেলায় জামরিলডাঙ্গা গ্রামের বাদশা মোল্লার ছেলে আব্দুল গনি (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই জয়দেব কুমার বসু সঙ্গীয় ফোর্সসহ জামরিলডাঙ্গা গনি মোল্লার বাড়ীতে অভিযান চালিয়ে তার কাছে থাকা ৫০(পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা ওসি ডিবি সাজেদুল ইসলাম জানান,
কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।
আপনার মতামত লিখুন :