• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন

নড়াইলে ইয়াবা বিক্রির সময় ডিবির হাতে আটক যুবক


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২২, ৬:৪০ অপরাহ্ন / ২৪৩
নড়াইলে ইয়াবা বিক্রির সময় ডিবির হাতে আটক যুবক

নড়াইল প্রতিনিধিঃ ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি)হাতে আটক হয়েছেন এক যুবক।আটক যুবক কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামের মােঃ ইকলাচ শেখের ছেলে সাজ্জাদ হোসেন (১৯)।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা ডিবি পুলিশের এসআই দেবব্রত চিন্তাপাত্র ও কনস্টেবল ইকরামুল ইসলাম সঙ্গীয় ফোর্স ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় উপজেলার খররিয়া মাধ্যমিক বিদ্যালয় পিছন হতে ঐ যুবককে আটক করেন।

ডিবি পুলিশের এসআই দেবব্রত চিন্তাপাত্র জানান, আটক আসামি ইয়াবা বিক্রির সময় তার শরীর তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেটের মধ্য হতে একটি স্বচ্ছ সাদা পলিথিনের
মধ্যে হইতে ২০(বিশ) পিচ হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট আসামীর নিজ হাতে উদ্ধার করা হয়।

এ বিষয়ে ,২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬( ১)
ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কালিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া।